১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ফেনসিডিলসহ চিহিৃত মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে ফেনসিডিলসহ চিহিৃত মাদক ব্যবসায়ী দিপু (২৫) গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোাপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মতিহার থানা পুলিশের সেকে- অফিসার এসআই টিএম সেলিম রেজার নেতৃত্বে একদল পুলিশ জাহাজঘাট এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দিপু ওই এলাকার পারভেজের ছেলে। সেকে- অফিসার এসআই টিএম সেলিম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দিপু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান সেকে- অফিসার।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ