১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ফুটপাতে অভিযানে রাসিকের, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: জনদুর্ভোগ রোধে রাস্তা ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রোববার রাসিকের অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সাতটি মামলায় ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
তিনি জানান, রোববার বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়ে বড়কুটি সবুজপল্লী, সাহেব বাজার, গণকাপাড়া, নিউ মার্কেট হতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর পর্যন্ত অভিযান চলে।
অভিযানে সবুজ সংঘ ক্লাবসহ রাস্তা ও ফুটপাতের উপর গড়ে ওঠা অবৈধ ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ