১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

পাঁচ বছর পর তৌকীর ।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক:অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও দারুণ জনপ্রিয়। তিনি আর কেউ নন, অভিনেতা, নির্মাতা ও নাট্যকার তৌকীর আহমেদ। সবশেষ ২০১৪ সালে ‘জলপ্রপাত’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেন তিনি। বর্তমানে তিনি চলচ্চিত্র নির্মাণে বেশি মনোযোগী হয়েছেন।
জানা গেছে, পাঁচ বছর পর আবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তৌকীর। নাম ‘রূপালী জ্যোৎস্নায়’। গত ১৫ ডিসেম্বর থেকে নিজের শুটিং হাউস নক্ষত্র বাড়িতে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ। নির্মাণের পাশাপাশি নাটকটি রচনাও করেছেন তৌকীর আহমেদ।
তিনি বলেন, ‘গত কয়েকটা বছর চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত ছিলাম। ফলে ধারাবাহিক নিয়ে চিন্তা করার সময় পাইনি। চ্যানেল আই থেকে প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছে, একটা ধারাবাহিক বানানো উচিত। তাই নতুন এই নাটকের কাজটি শুরু করেছি। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
এদিকে, তৌকীর বর্তমানে জীবনানন্দ দাশকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। সব ঠিক থাকলে আগামী বছর এর শুটিং শুরু করবেন বলে জানান জনপ্রিয় এই অভিনেতা।
তৌকির আহমেদের নাট্যাভিনয়ের অভিষেক হয় আশির দশকে। তার অভিনীত প্রথম নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, নাটকটির বিষয়বস্তু ছিল দেশের তরুণ শিল্পীদের মাদক সমস্যা। ১৯৯৬ সালে তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক নদীর নাম মধুমতী চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি তার শ্বশুর আবুল হায়াত পরিচালিত প্রথম নাটক হারজিত-এ অভিনয় করেন।
এতে তার বিপরীতে অভিনয় করেন তার স্ত্রী বিপাশা হায়াত। এরপর আবুল হায়াতের নির্দেশনায় এই জুটি একসঙ্গে কাজ করেন বেলি, প্রত্যাশা ও একজন অপরাধিনী নাটকে এবং দোলা ও হাসুলি ধারাবাহিক নাটকে।
পরবর্তীতে তানভীর মোকাম্মেল পরিচালিত দেশ বিভাগের প্রেক্ষাপটে নির্মিত চিত্রা নদীর পারে (১৯৯৯) এবং সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লালসালু অবলম্বনে নির্মিত লালসালু (২০০১) চলচ্চিত্রে অভিনয় করেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ