১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

পরকীয়া সম্পর্কের জেরে খুন হন ভৈরব রেল প্রকৌশলী’ স্ত্রীসহ চাচাতো ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ‘কিশোরগঞ্জের ভৈরবে চন্ডিবের গ্রামে নিজ শয়ন কক্ষে রেল প্রকৌশলী মাহবুবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত স্ত্রী রোকসানা ও হাসিব নামে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি ধারালো ছুরি এবং হত্যাকারীর রক্তমাখা শার্ট, প্যান্ট ও চেতনানাশক ওষুধের শিশি আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।
আজ রবিবার আসামিদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই মো. হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করে ভৈরব থানায় ১টি হত্যা মামলা দায়েরের পর শুক্রবার রাতেই পুলিশ হাসিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
২ দিন ব্যাপক (শুক্রবার ও শনিবার) জিজ্ঞাসাবাদে হাসিবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী তার পরনের রক্তমাখা শার্ট, প্যান্ট জব্দ করে পুলিশ। এ ছাড়া আহত রোকসানাকে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, পরকীয়ার জের ধরে বুধবার (২৮ নভেম্বর) গভীর রাতে নিজ গৃহে স্ত্রী রোকসানা ও হাসিব পরিকল্পন করে এলোপাথারি ছুরিকাঘাতে মাহবুবুর রহমানকে হত্যা করে। এ হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য স্ত্রী ডাকাতির নাটক সাজায়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে স্ত্রী ও তার প্রেমিক হাসিব ঘুমের ওষুধ খাইয়ে মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে। আমরা হাসিবের রক্ত মাখা জামা-কাপড় ও চেতনানাশক ওষুধের শিশি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি আলামত হিসেবে জব্দ করেছি। এ ছাড়া আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করেছি।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ