সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা ছাত্রী হলের তিন আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে গাঁজাসহ মাদক সেবনের অভিযোগ উঠেছে।
গত রাতে হলের সিড়িতে বসে মাদক সেবনের সময় সাধারণ শিক্ষার্থীরা হাতেনাতে ধরে ফেলে তাদের। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের, অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের এক শিক্ষার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী বলেন, হলের ভিতরে প্রায় সময়ই মাদক সেবন করে কয়েকজন আবাসিক শিক্ষার্থী। আগে হলের ছাদে গিয়ে সেবন করত এখন হলের ভিতরে এ কাজ করে। এতে অনেক সমস্যা হয়। একজন মেয়ে কিভাবে আবাসিক হলের ভিতরে মাদক সেবন করে? এদের জন্য হলের ছাদ পর্যন্ত বন্ধ করে দিয়েছে হল প্রশাসন। আমরা ছাদে গিয়ে কাপড় শুকাতে পারিনা এদের জন্য। ভয়ে এতদিন কিছু বলতে পারিনি। গত রাতে যখন হলের সিঁড়িতে বসে মাদক সেবন করছিল তখন আমরা হাতেনাতে ধরে স্যারদের কল দেই। আমরা মাদকমুক্ত হল চাই।
জানা যায়, হলের ছাদ মাদক সেবনের অভিযোগ পেয়ে ছাদে যাওয়ার গেইট বন্ধ করে দেয় হল প্রশাসন। এখনো সেটি বন্ধ আছে। ছাদ বন্ধ থাকার কারণে হলের আবাসিক শিক্ষার্থীরা রোদে কাপড় শুকাতে পারেনা। এসব নিয়ে হলের শিক্ষার্থীদের অভিযোগ অনেকদিনের।
এদিকে অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস এর সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এক শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাদক সেবনের বিষয়টি অস্বীকার করে গতরাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তবে ধূমপানের বিষয়টি তিনি স্বীকার করেন। স্ট্যাটাসে তিনি মানসিক চাপ কমানোর জন্য সিগারেট খান বলেও জানান।
এ ব্যাপারে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক আতিকুর রহমান ভূঞা বলেন, হলে মাদক সেবনের বিষয়টি আমি জেনেছি। জানার পর সেখানে প্রক্টরিয়াল বডি ও সহকারী প্রভোস্ট পাঠিয়েছি এবং আমাদের কাছে অভিযোগপত্র এসেছে আমরা তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেব।
মন্তব্য
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।