১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় ১১৭০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ী অাটক!

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহ্রীয়ার, কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এতে, ১১৭০ (এক হাজার একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট , ১টি মোবাইল ফোন টি এবং ১টি সিম কার্ডসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকঘোড়া পাখিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন রেজা (৩১), কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।

এব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ইয়াবা সহ মাদক ব্যাবসায়ীকে অাটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অাটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য অাইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে।#

প্রকাশিত: মাদারল‍্যান্ড নিউজ

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ