১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত! মাদারল‍্যান্ড নিউজ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে গত রবিবার ও সোমবারে দু’দিনব্যাপী বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষদেরকে পুরস্কৃত করে বিজ্ঞান মেলার পরিসমাপ্তি ঘোষনা করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান।

পরে পরিষদ চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরনীতে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মান্দা উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিন,সহ-সভাপতি অাব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা অাফসার অালী,খোদাবক্স, এ্যাডভোকেট অাব্দুল মান্নান, মীর্জা মাহবুব বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম,মান্দা ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা,যুবলীগ নেতা সাইফুল প্রমুখ।

বিজ্ঞান মেলায় উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সুসজ্জিত ষ্টল অংশ নেয়।

এতে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্টানের মধ্য হতে মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রী কলেজ, গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ,মান্দা থানা অাদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষকে পুরস্কৃত করা হয়।

এব্যাপারে মান্দা মমিন শাহানা সরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বেদারুল ইসলাম জানান, এবারের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে মান্দা উপজেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত হওয়ায় অামরা কৃতজ্ঞ। এই সফলতা শুধু অামার প্রতিষ্ঠানের একার না; বরং এটি সমগ্র মান্দা বাসীর। কেননা, এই প্রতিষ্ঠান অামার অাপনার সকলের। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন কৃতিত্বের জন্য তিনি ধন্য। তিনি অারো জানান যে, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে তাদের নিজেস্ব প্রযুক্তিতে তৈরীকৃত ইলেক্ট্রিসিটি রিসাইক্লিং,স্মার্ট হোম সিকিউরিটি, ওয়াটার ফাউন্টেইনসহ বিভিন্ন সৃষ্টিশীল উদ্ভাবনের কারনেই এই পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে। বিশেষ করে বিচারক মন্ডলীদের চোখে শিক্ষার্থী সেলিমের উদ্ভাবনটা ছিলো নজর কাড়ার মতো। এ ধারাবাহিকতা অাগামীতেও অব্যাহত থাকবে এমনটিই প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রী কলেজের স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মাহবুব রাব্বানী,রিক্তা খাতুন,অাব্দুল খালেক,মহসীন অালী ও লাইব্রেরীয়ান অালতাফ হোসেন এবং শিক্ষার্থী সেলিম হোসেন,সিরাজাম মুনিরা,সানোয়ার হোসেন,অাব্দুল্যা শাকিল প্রমূখ।

বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে কৃতিত্ত্বপূর্ণ মেধাবী শিক্ষার্থীদের ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান বলেন, অাজকের ক্ষুদে বিজ্ঞানীরাই একসময় অনেক বড় বড় বড় সৃষ্টি অার উদ্ভাবন করতে সক্ষম হবে। তাদের এমন কৃতিত্বের জন্য সাধুবাদ জানিয়ে সকলের জন্য শুভকামনসহ অাগামীতে বিজ্ঞান মেলার প্রতিযোগীতায় অংশগ্রহণ করে নতুন নতুন উদ্ভাবনে উৎসাহ প্রদান করেন তিনি।#

প্রকাশিত: মাহবুব আলম জুয়েল(সম্পাদক)

26/03/2019

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ