১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

দেয়াল ধস : প্রাণ গেল ১৫ জনের

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: ভারতে ঘরের দেয়াল ধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের কারণে এই দেয়াল ধসের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে।
গত দু’দিন চেন্নাইসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর জের ধরে সোমবার সকালে তামিলনাড়ুর মেট্টুপালায়াম জেলার নাদুর গ্রামের চারটি ঘরের দেয়াল ভেঙে পড়ে।
দেয়ালের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।
জানা গেছে, গত দু’দিনের বৃষ্টিতে ওই রাজ্যের পাঁচজন প্রাণ হারান। বৃষ্টির কারণে ওই রাজ্যের কমপক্ষে পাঁচটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় রাজধানী চেন্নাইসহ বেশ কয়েকটি শহরের স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ