১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী
dav

তানোরে বিএসটিআই এর অভিযান । মাদারল্যান্ড নিউজ

মাহবুব আলম জুয়েল,(সম্পাদক):

রাজশাহী তানোর উপজেলায় বিভিন্ন খোলা বাজারে ২৭-০৫-১৯ ইং সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) রাজশাহীর উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

তানোর উপজেলার গোল্লাপাড়া বাজার, থানার মোড় কৃষ্ণপুর, মুন্ডুমালা, কলমা  দরগাডাঙ্গা, তালান্দ, মাদারীপুর, চান্দুড়িয়া বাজারের মোট ৩৫ টি দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযান সময়ে তানোর থানার মোড়ের ফিরোজ স্টোর থেকে ড্যানিস এর ৩৫ প্যাকেট কারিপাওডার, মুন্ডুমালা বাজারের মুন্নি স্টোর থেকে সান এর ১০ প্যাকেট চিপস জব্দ করে নিয়ে যায়।

এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই এর ফিল্ড অফিসার (সি এম) গোবিন্দ কুমার ঘোষ, পরিদর্শক (মেট) কাউসার আলী, পরিদর্শক (মেট) শাহ্ আলম পলাশ খান। এসময় ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, মাদারল্যান্ড নিউজ প্রত্রিকার সম্পাদক মোঃ মাহবুব আলম জুয়েলকে বলেন, বিএসটিআইয়ের পরীক্ষা করা ৫২টি প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের ভোগ্যপণ্য ১০ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিসিএসটিআইকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে আদালত। রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। যার ফলে সকল জেলা, উপজেলায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ