সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কচুয়া মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে। এঘটনায় বিবাদমান দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ৮ ডিসেম্বর রোববার অপারেটর জিয়াউর রহমান জিয়া বাদি হয়ে রুবেল হোসেনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৮০, কচুয়া মৌজার ৪৮৯ দাগে বিএমডিএর গভীর নলকুপ রয়েছে। অপারেটর জিয়া দীর্ঘ প্রায় ১৫ বছর শান্তিপূর্ণভাবে গভীর নলকুপ পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি কচুয়া গ্রামের নজরুল ইসলামের পুত্র রুবেল আলী দলবল নিয়ে গভীর নলকুপ জবরদখল করে আলুখেতে পানি সেচ বন্ধ করে দিয়েছে। অপারেটর জিয়া গভীর নলকুপে গেলে তাকে জানে মেরা ফেলা হবে বলে হুমকি দিচ্ছে। ফলে সে গভীর নলকুপে যেতে পারছেন না। এতে কৃষকেরা সেচ দিতে না পেরে ফসলহানির আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছে। স্থানীয় কৃষকেরা গভীর নলকুপ অবৈধ দখল মুক্ত করার দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে রুবেল আলী বলেন,গত ৫ আগস্টের পর অপারেটর আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়া গভীর নলকূপ বন্ধ রেখে আত্মগোপন করে। তিনি বলেন, প্রজেক্টের আলুচাষিদের কাছে থেকে বিঘা প্রতি ২৪ হাজার টাকা নিয়ে জমির মালিকদের মাত্র ১৮ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন জিয়া। এতে কৃষকেরা বিপাকে পড়েন। কৃষকদের অনুরোধ ও সহায়তায় তিনি গভীর নলকুপ চালু করেছেন। তিনি বলেন, কৃষকদের মাধ্যমে সমিতি করে গভীর নলকুপ পরিচালনা করা হবে। এবিষয়ে অপারেটর জিয়াউর রহমান জিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, স্কীমের কোনো কৃষক রুবেল আলীর পক্ষে নাই, সে জোরপুর্বক গভীর নলকুপ জবরদখল করেছে।
এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।