১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে আলুর বাম্পার ফলন,দামে খুশি কৃষক: মাদারল‍্যান্ড নিউজ

মুনজুরুল (তানোর প্রতিনিধি): রাজশাহী তানোর উপজেলায় আলুর বাম্পার ফলনে ও বর্তমান বাজারে সঠিক দামে আলু বিক্রি করতে পারায় কৃষক সমাজে আনন্দ এবং স্বস্তি ফিরে এসেছে। কেউ কেউ মাটি খুড়ছে, আবার কেউ কেউ কুড়াচ্ছেন। ঠেসে ঠেসে বস্তা ভরছে কেউ কেউ। কোথাও আবার ডিজিটাল মিটারে চলছে ওজন। মাঝে মাঝে ভর্তি চলছে টলি -লরি,ট্রাক। এমন সব দৃশ্য এখন বরেন্দ্র অঞ্চলের মাঠে মাঠে। এসব দৃশ্য রাস্তায় চলাচলরত মানুষের নজর কাড়ছে। আলু চাষিরা জানান,আলুর ওজন বৃদ্ধি হওয়ায় ফলন বেড়ে গেছে। বাজারে বর্তমান দামও ভাল আছে। ফলে চলতি বছর আলু চাষীরা খুশি আছে।

রাজশাহীর তানোর উপজেলার মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা সমসের আলী জানান, ফাল্গুনের শুরুতে বৃষ্টি হলে রবি শস্য ফসলের অনেক উপকার । সেকারনে আলুর উৎপাদন এবছর বেড়েছে। সেকারণে চলতি বছর চাষীদের লাভের পাল্লা ভারী থাকবে। তবে রাজশাহী অঞ্চলে গত বছর বেশ কয়েকটি হিমাগার বেড়েছে। চাষীদের আলু সংরক্ষণ নিয়ে কোন অসুবিধা হবে না বলে মনে করে এ কর্মকর্তা।

প্রকাশিত: মাহবুব আলম জুয়েল।(সম্পাদক)

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ