১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ডেঙ্গুতে মারা গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: ডেঙ্গুতে গোপালগঞ্জে মৃত্যু হয়েছে আল মামুন আলম (৪২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার। তিনি সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত দাউদ মোল্লার ছেলে ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।
গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসিনউদ্দিন সিকদার বলেন, প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন আল মামুন। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টার দিকে মারা যান তিনি।
আজ সোমবার (২৫ নভেম্বর) জোহরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে আল মামুনকে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ