১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

গোদাগাড়ীতে কাভার্ড ভ্যান-বিজিবি গাড়ী মুখোমুখী সংঘর্ষ

ডেক্স:: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সিএন্ডবি মোড়ে এ ঘটনা ঘটেছে।

 

বিজিবির ড্রাইভার ল্যান্স নায়েক জহির, নায়েক সাইফুল ও কাভার্ড ভ্যানের ড্রাইভার এ ঘটনায় গুরত্বর আহত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। প্রতাক্ষদর্শীরা বলেন, বিজিবির গাড়ীটি গোদাগাড়ী মহিলা কলেজে নির্বাচনী ফোর্স রেখে রাজশাহীর দিকে যাচ্ছিল সে সময় বিপরীত দিক থেকে পন্যবাহী কাভার্ড ভ্যান একটি অটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে মুখোমুখী এ সংঘর্ষ হয়। এসময় বিজিবির দুই সদস্যসহ আরো ছয় জন আহত হয় বলে জানা গেছে ।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

প্রকাশিত বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ