সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: আমরা সংবাদ পেয়েছি বেগম খালেদা জিয়া অত্যান্ত অসুস্থ। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়া না হলে সরকারের পতনের জন্য আমরা মাঠে নামব। যে পর্যন্ত খালেদা জিয়া মুক্ত না হবে, এই সরকারের পতনের জন্য আইনগতভাবে এবং গণতান্ত্রিকভাবে যা কিছু করার সবই করব আমরা। রোববার বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আইনজীবীদের পদযাত্রা পূর্ব এক সমাবেশে ফোরাম আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমানের সঞ্চলনায় আইনজীবী সমাবেশে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং বিএনপির ভাইচ চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, খালেদা জিয়ার মুক্তি হবে রাজপথের আন্দোলনে। তাই আমাদেরকে রাজপথে আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সমাবেশ শেষে আইনজীবীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তৈমূর আলম খন্দকার, আবেদ রাজা, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, জিয়া উদ্দিন জিয়া, জামিল আক্তার এলাহী, মোহাম্মদ আলী প্রমুখ।এদিকে, অবিলম্বে অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দুপুরে সুপ্রিম কোর্টে বার ভবনে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপি সমর্থক আইনজীবীদের আরেক সংগঠন খালেদা জিয়া মুক্তি আইনজীবী পরিষদ। প্রতিবাদ সমাবেশে তারা বলেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হওয়ায় মিথ্যা মামলা দিয়ে তাকে আটক রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে। অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে অ্যাড. এম আমিনুল ইসলাম মুনিরের সার্বিক তত্বাবধানে এডভোকেট শামসুল ইসলাম মুকুল ও অ্যাড. হেমায়েত উদ্দীন বাদশার উপস্থাপনায় এ সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট মোঃ মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট মনির হোসেন প্রমূখ।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।