১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

কেন্দ্রীয় কমিটিতে রয়ে গেলেন ঠাণ্ডু, যােগ হলেন আক্তার জাহান, নেই লিটন! মাদারল্যান্ড নিউজ

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ৭৪ জনের নাম ঘোষণা করা হলো। বাকি সাতটি পদ যেকোনো সময়ে পূরণ করবেন দলের সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাত ধানমন্ডির দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত ২১ ডিসেম্বর কমিটির ৪২ নেতার নাম ঘোষণা করা হয়। আর আজ ঘোষণা করা হলো আরও ৩২ জনের। তবে কমিটির একটি সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক, ধর্ম সম্পাদক ও তিনটি সদস্য পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
এদিকে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের ঘােষিত কেন্দ্রীয় কমিটিতে নেই এএইচএম খায়রুজ্জামান লিটনের নাম। জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন আগের কমিটিতেও কার্যনির্বাহী সদস্য ছিলেন।
এবারের সম্মেলনের শুরু থেকেই তাঁকে কেন্দ্রীয় কমিটির সম্মানজনক কোনাে পদে দেখার প্রত্যাশা করে আসছিলেন স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার ঘােষিত কমিটিতে লিটনের নাম না থাকায় রাজশাহী আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই হতাশা ব্যক্ত করেছেন৷
তবে রাজশাহীর আওয়ামীলীগে নেতাদের মধ্যে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাজশাহীর নেতাদের মধ্যে আগের অবস্থানেই রয়েছেন সাবেক রাকসু ভিপি নূরুল ইসলাম ঠাণ্ডু। এছাড়া রাজশাহীর আরেকজন নেতা যােগ হয়েছেন এই কমিটিতে৷ তিনি হলেন, রাজশাহীর সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আক্তার জাহান।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ