১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

কুষ্টিয়ায় মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে। উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন (৪৯) ও তার সন্তান রাজ (৯) কে গতরাতে কে বা করা শ্বাসরোধ করে হত্যা শেষে দুই কক্ষে লাশ ফেলে রেখে যায়। আজ সকালে নিহতের লাশ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। দুই কক্ষে মা ও ছেলে লাশ পড়ে রয়েছে।এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না। পরে জানানো যাবে। নিহত ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আবদুল খালেকের মেয়ে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ