১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

কুমিল্লাকে উন্নত নগরীতে পরিণত করতে প্রত্যয়ী মন্ত্রী। মাদারল্যান্ড নিউজ

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীকে উন্নত নগরীতে পরিণত করতে প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউসে সিটি মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, কুমিল্লাকে সুন্দর ও উন্নত নগরীতে পরিণত করা হবে। এজন্য প্রয়োজন বর্তমান মেয়র ও কাউন্সিলরসহ জনপ্রতিনিধিদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা। পাশাপাশি নগরীর পরিকল্পিত উন্নয়নে মাস্টার প্ল্যান দ্রুত তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। তাহলে কুমিল্লা নগরীর উন্নয়ন দ্রুত গতিতে করা যাবে।
নগরীতে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এভাবে চলতে থাকলে একসময় নগরীর সঠিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়বে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ