১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আবহাওয়া জনিত কারণে ঝরে পড়ছে আমের গুটি। মাদারল‍্যান্ড নিউজ

প্রকাশিত: মাহবুব জুয়েল

মুনজুরুল: প্রচন্ড খরায় ঝরে যাচ্ছে, আমের গুটি। আম চাষীদের জন্য চলতি মৌসুম খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসময় চাষীকে নানা ধরনের সমস্যায় পড়তে হয়।এর মধ্যে আমের গুটি ঝরা অন্যতম।সরেজমিনে দেখা গেছে রাজশাহীর তানোর উপজেলার আম বাগান গুলোতে ঝুলছে নানা জাতের বাহারি সব আম। মাস দেড় দুইয়েক পরেই বাজারে উঠবে এ সব আম। এবার ভাল মুকুল ও পর্যাপ্ত গুটি আসলে ও বৃষ্টির অভাব এবং দিনের গরমে এবং রাতের আবহাওয়া ঠান্ডা হওয়ায় আমে পোকার আক্রমণের সম্ভবনা বেশি রয়েছে। এ নিয়ে আম চাষীরা কিছুটা দুঃচিন্তায় আছেন। তবে জেলা সম্প্রসারন অধিদপ্তর মাদারল্যান্ড নিউজ কে জানান প্রচন্ড খরায়, এবং বিরুপ আবহাওয়ার পর ও আমের উৎপাদন গত বছরের মতই হবে এবারও এমনটাই মনে করছেন কৃষি বিভাগ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ