১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আতাউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

জামি রহমান: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসেনানী, বঙ্গবন্ধুর বাকশাল সরকারের রাজশাহী জেলা গভর্নর ও রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জননেতা আতাউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিনটিকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচি হাতে নেয় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং  রোববার বিকেল ৪টায় সাহেববাজার এলাকায় প্রেসক্লাব চত্বরের স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। আলোচনা রাখেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানু মোহন গোস্বামী, পদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু, রাজশাহী বারের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন ও প্রয়াত মুক্তিযোদ্ধা সাংবাদিক ওবায়দুর রহমান পরিবারের সন্তান মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদ রিপন। আরো বক্তব্য রাখেন, ডা. রোকনুজ্জামান রিপন, ডা. সন্দীপ কুমার মৈত্র, সাংবাদিক আমানুল্লাহ আমান, সমাজ উন্নয় কর্মী ইকবাল হাসান টাইগার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ইউসুফ আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এখনো সাধারণ মানূষ মৌলিক অধিকার পাচ্ছে না। উন্নয়ন হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হয়নি। ইতিহাস ভুলে গেলে চলবে না। বর্তমানে প্রকৃত ইতিহাস ভুলিয়ে দেয়া হচ্ছে। এখন সাধারণ মানুষের প্রাণ যায় যায় অবস্থা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ