১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আগামী শনিবার রাজশাহী জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ ডিসেম্বর রাজশাহী জেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এ সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
আগামি ২৩ নভেম্বর শনিবার ১০ টায় রাজশাহী শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সভায় প্রধান অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের সভাপতি, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত হওয়ার কথা রয়েছে।
এই সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জাতীয় কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সকল সদস্য, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের রাজশাহী জেলা সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও দলীয় পৌর মেয়র গণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ