১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আক্রমণের মুখে অমিতাভ।। মাদারল্যান্ড নিউজ বিনোদন

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: সোমবার থেকে বিভিন্ন সময়ে আক্রমণের মুখে পড়তে হচ্ছে অমিতাভকে। রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ এ হামলার ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছেন সমাজের প্রায় সব স্তরের মানুষ। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের অনেক তারকার প্রতিবাদে ঝড় উঠতে শুরু করেছে সোস্যাল মিডিয়াতেও।  শাবানা আজমি থেকে স্বরা ভাস্কর কিংবা তপসি পান্নু কিংবা অনিল কাপুর, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তীব্র নিন্দা করতে শুরু করেছেন। কিন্তু বলিউড তারকাদের প্রতিবাদের তালিকায় নাম নেই অমিতাভ বচ্চনের।  জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অমিতাভ কেন মুখ বন্ধ করে রয়েছে, বিগ বি-র কি মেরুদন্ড নেই বলে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, এবার মানুষ জড়ো করে টাকা তুলতে হবে। সেই টাকা দিয়ে অমিতাভ বচ্চনের মেরুদন্ডে অস্ত্রপচার করাতে হবে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, জমির সিনেমায় কাজ করেছেন অমিতাভ। অথচ প্রতিবাদের বেলায় নিজের পায়ের তলায় জমি কোথায় গেল বলে অনেকে আঙুল তুলতে শুরু করেন বিগ বি-র দিকে।।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ