১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

অনুমতি পেলে বিএনপি সমাবেশ করবে আজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: কর্মসূচি দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় গতকাল শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারেনি বিএনপি। আজ রবিবার সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছে দলটি।
গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী পরিবর্তিত কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, ‘আগামীকাল (আজ) রবিবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর ২টায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা উল্লিখিত দুটি স্থানের যেকোনো একটিতে সমাবেশ করার জন্য ইতিমধ্যে পুলিশকে চিঠি দিয়েছি।’
গতকালের সমাবেশ না হওয়ার বিষয়ে রিজভী বলেন, ‘পুলিশ আমাদেরকে বলেছে, আজকে (শনিবার) একটি বিশেষ কর্মসূচি আছে। তারা অনুরোধ করেছে অন্য কোনো দিন সমাবেশ হলে তাদের কোনো অসুবিধা হবে না। এ জন্য আমরা সমাবেশের তারিখ আগামীকাল (আজ) দিয়েছি। আমরা পুলিশের ওই কথাকে গুরুত্বের সঙ্গে নিয়ে সমাবেশ করব।’
বিএনপির এই নেতা বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে। অথচ তাঁর জামিন কিংবা সুচিকিৎসার ব্যাপারে প্রতিহিংসাপরায়ণ সরকারের নিষ্ঠুরতা থামছেই না। রিজভী বলেন, ‘সরকারের আচরণে জনগণের মনে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার নীলনকশা বাস্তবায়নের পথে সরকারপ্রধান দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছেন কি না।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ