১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

অনুমতি না পাওয়ায় বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: ঢাকায় সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার রাজধানীর নয়াপল্টনে দলটির পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না বিএনপির। দলীয় চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিএনপি সূত্র জানিয়েছে, শনিবার অনুমতি না পেলেও একই স্থানে রবিবার সমাবেশ করার জন্য চেষ্টা করছে দলটি।
সমাবেশের অনুমতি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শনিবার সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু, পুলিশ অনুমতি না দেওয়ায় সমাবেশ হচ্ছে না। তবে, রবিবার সমাবেশ করার অনুমতির জন্য আমরা চেষ্টা করছি। অনুমতি মিললে ওইদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জানিয়েছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ না হলেও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ